পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বর্তমান সরকারের বাকী মেয়াদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন করা হবে। আর এই পার্বত্য শান্তি চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের ফলে পাহাড়ের শান্তির সুবাতাস পাবে পার্বত্য চট্টগ্রামের মানুষ।
তিনি আরো বলেন, এ মুহুর্তে নির্বাচিত একটি সংসদ চলমান আছে। আমরা আওয়ামীলীগই একতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে আছি। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আগাম অথবা মধ্যবর্তী কোনো র্নিবাচন দিতে হবে। তাছাড়া জনগনের পক্ষ থেকেও কোনো চাপ এ মুহুর্তে অনুভব করছি না।
শুক্রবার দুপুরে বান্দরবান স্থানীয় সার্কিট হাউজে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সুধিসমাজের সঙ্গে মতবিনিময় সভায় গনমাধ্যকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশের জনগনও এ মুহুর্তে একটি নির্বাচন হওয়া প্রয়োজন আছে, এ ধরণের কোনো তাগিদ বা মধ্যবর্তী নির্বাচনের দাবীতে কোথাও একটি মিছিলও দেখিনি। এছাড়াও এক পার্লামেন্টের শুরু থেকে পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত নির্ধারিত পাঁচ বছর সময় আছে। পাঁচ বছর পূর্ন হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী তিন মাস আগে যে কোনো সময় সংসদ নির্বাচন হবে। তার আগে মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী একটি রশিকতা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনি করি না।
তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে বান্দরবান ও কক্সবাজারকে ঘিরে একটি পর্যটন ভিলেজ গঠন করার পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এবং বান্দরবান পার্বত্য জেলাকে শীঘ্রই একটি টুরিষ্ট জোনে রুপান্তরিত করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র ধর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো.শফিকুর রহমান,পৌর মেয়র ইসলাম বেবী বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাইল আহমেদ’সহ সরকারী-বেসরকারী বিভাগের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা।
পরে পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বান্দরবানের মেঘলাস্থ ভেনাস রিসোর্ট’সহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং বিকালে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। মন্ত্রী শুক্রবার সকালে সড়কপথে কক্সবাজার থেকে বান্দরবান এসে পৌছান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.