বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের শিমুলতলী এলাকা থেকে রাঙামাটিতে ৫০টি নকল স্বর্ণের আংটি ও একটি প্রাইভেট কারসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক ওমান প্রবাসী প্রতারককে আটক করেছে পুলিশ।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, গেল কয়েক দিন ধরে ওমান প্রবাবাসী প্রতারক আনোয়ার হোসেন একটি সাদা কার গাড়িতে করে রাঙামাটি শহরের বিভিন্ন স্বর্ণের দোকানে আংটি বিক্রি ও বন্ধক রাখতে তৎপরতা চালায়। এতে সন্দেহ হলে স্থানীয় কয়েক স্বর্ণের ব্যবসায়ী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গেল বৃহস্পতিবার রাতে শহরের শিমুলতলী এলাকা থেকে একটি প্রাইভেদ কারসহ আনোয়ার হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০টি নকল স্বর্ণের আংটির মধ্যে ৫টি আংটি উদ্ধার করা হয়। বাকি নকল ৪৫টি আংটি বিভিন্ন জায়গায় বন্ধক ও বিক্রি করেছে প্রতারক আনোয়ার। বিভিন্ন সময়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণের ব্যবসায়িদের কাছে বন্ধক দিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছিল। প্রতিটি আংটির ওজন রয়েছে প্রায় এক ভরি।
তিনি আরো জানান, আনোয়ারকে আটকের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তিতে জানিয়েছে সে দীর্ঘদিন ওমানে ছিল। ওমান থেকে কিছু আংটি এনে সেগুলো সহযোগীদের মাধ্যমে আসল স্বর্ণের আংটির সঙ্গে মিলিয়ে বিক্রি করে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.