• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    পাহাড়ে হাতি ও মানুষরে দ্বন্দ্ব কমছে                    রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে                    শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ                    
 
ads

রাঙামাটিতে আওয়ামীলীগের সংবর্ধনা ও কর্মী সভায়
পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার দেশী-বিদেশী চক্রান্ত চলছে-ওবায়দুল কাদের এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2016   Wednesday

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার দেশী-বিদেশী চক্রান্ত চলছে। একাত্তেরের পরাজয়ের প্রতিশোধ নিতে কোন কোন বিদেশী গোয়েন্দা সংস্থা পাহাড়ে সংক্রিয় রয়েছে। পাহাড়কে অস্থিতিশীল রাখতে চক্রান্তকারীরা নানান উস্কানি দিয়ে চলেছে। এই  অশান্তি সৃষ্টিকারীদের  প্রশ্রয় না দেওয়ার তিনি সন্তু লারমার প্রতি আহবান জানান

 

পাহাড়ের শান্তি চুক্তির পারাবত উড়িয়ে ছিলেন জননেত্রী শেখ হাসিনা উল্লেখ করে তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলে পার্বত্য শান্তি চুক্তি সাক্ষরিত হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি আমরাই করেছি, আমরাই বাস্তবায়ন করবো। তবে মাঝখানে পাঁচ বছরে বিএনপি’র সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন না করে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। অনেকে আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশী দেখায়। বাস্তবে তারা কিছুই করে না।

 

বুধবার রাঙামাটিতে সংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এসব কথা বলেন।

 

রাঙামাটি পৌর সভা চত্বরে জেলা আওয়ামীলীগের উদোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙামাটি জেলা সভাপতি দীপংকর তালুকদার। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মূছা মাতব্বর। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী  কামাল উদ্দীন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সেতুমন্ত্রী জনসভা স্থলে পৌছলে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা দেন।  সমাবেশে শেষে তিনি বান্দরবানের উদ্দেশ্য রওনা দেন।

 

তিনি বলেন, বিএনপি একটি নালিশ পার্টি। বিএনপি রাজনীতিতে আন্দোলন করার জন্য শক্তি নেই। বিএনপি  রাজনীতি গাঙ-এর ন্যায় শুকিয়ে গেছে। তারা এখর রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিদেশীদের কাছে দেন দরবার করছে। তিনি আওয়ামীলীগ জনগনের দল। জনগনের উপর আস্থা আসে বলে জনগনের শক্তি নিয়ে আওয়ামীলীগদেশের উন্নয়নের জন্য এগিয়ে যাবে বলে  তিনি উল্লেখ করেন। 

তিনি সন্তু লারমাকে জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনি ভূল বুঝবেন না। যদি পাহাড়ে উন্নয়ন চান, বৈষম্যর অবসান চান। ভূমি বিরোধ পার্বত্য চট্টগ্রামে এক নম্বর সংকট। তার সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। একটু ধৈর্য্য ধরতে হবে। যারা দেয় সবকিছুই উজাড় করে দেয়। আর যারা দেবে না তারা উস্কানি দেবে। কিন্তু কিছুই দেবে না। কাজেই সমস্যা থাকলে আলোচনা টেবিলে বসুন। আলোচনা বসবো। তার জন্য আন্দোলন করার কোন প্রয়োজন নেই। শান্তি চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এর জন্য আন্দোলনের প্রয়োজনও হবে না।

 

তিনি সন্তু লারমাকে উদ্দেশ্য করে বলেন, যোগাযোগ তথ্য প্রযুক্তি সহ  পাহাড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তিবায়িত হচ্ছে। এক সময় আপনি দুর্গম পাহাড়ে থেকে কষ্ট করেছিলেন। এখন গাড়ীতে স্বাধীন বাংলার পাতাকা উড়িয়েছেন। এ সম্মান  গোটা পাহাড়ের জন্য। পাহাড়ের পাহাড়ী-বাঙালীসহ সকল মানুষের প্রতিনিধিত্ব করছেন সন্তু লারমা। জননেত্রী শেখ হাসিনা তাকে এ সন্মানে বসিয়েছেন।

 

পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবৈধ অস্ত্র থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, পাহাড়ে শান্তি চাইলে তাহলে অবৈধ অস্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। শান্তি বাহিনীরা অস্ত্র সমর্পন করেছিল বলে এ অঞ্চলের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে। তবে মাঝে মাঝে মধ্যে অশান্তি হয় এই অবৈধ অস্ত্রের কারণে।

 

তিনি পাহাড়ী-বাঙালী সবাইকে মিলেমিশে এক সাথে শান্তিতে বসবাস করার আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী ও বাঙালীদের মধ্যে থেকে এক শ্রেনীর লোক উস্কানি দেয়। তারা পাহাড়ী-বাঙালী বিরোধ বাধিয়ে ফায়দা লুঠার জন্য তৈরী হয়ে আসে। এখানে কেউই কারোর  শত্রু নয়। তাই তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

 

তিনি বলেন, নানিয়ারচর সেতু কাজের সমস্ত প্রক্রিয়া এ বছরের মধ্যে সম্পন্ন করা হবে এবং  আগামী বছর জানুয়ারী থেকে এ সেতুর কাজ শুরু করা হবে। এছাড়া ঠৈখামুখ-রাজস্থলী-বিলাইছড়ি সড়কের ১৩০কিলোমিটারের কাজ এবং রাঙামাটি-চট্টগ্রাম ও মানিকছড়ি-মহালছড়ির সড়কের কাজ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। তবে তিনি রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা-রাইখালী সংযোগস্থলে কনর্ণফুলীর সেতুর উপর সেতু নির্মানের দাবী নাকচ করে দেন।

 

তিনি বলেন, এই কর্ণফুলী নদীর ঐতিহ্য হারাতে দেবো না। কারণ চাকমার রাজামেয়ের কানের ঢুল হারিয়েছে এই কর্ণফুলী নদীতে। এছাড়া এ নদীর উপরসেতু নির্মাণ হলে প্রাকৃতিক সৌন্দর্য্য হারাবে এবং সাম্পানের ঐতিহ্য  হারিয়ে যাবে।  তিনি বলেন আমি যতদিন থাকবো ততদিন এই নদীর উপরসেতুন নির্মাণ করতে দেবো না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ