মঙ্গলবার রাঙামাটি সফর করছেন জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স।
দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সঙ্গে চেয়ারম্যানের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাতিসংঘ প্রতিনিধি। এরপর বিকালে রাঙামাটিতে ইউএনডিপির বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন ও আর্থ-সামাজিক প্রকল্প পরিদর্শন করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে রবার্ট ডি ওয়াটকিন্স রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে বলেন, ইউএনডিপি বিগত বছরগুলোতে তিন পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। উন্নয়নের সেই ধারাবাহিকতায় ইউএনডিপি আরও একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রকল্পটি সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
জবাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি প্রচুর কাজ করেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ইউএনডিপির অর্থায়নে প্রতিষ্ঠিত ৮২টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। এই বিদ্যালয়গুলি জাতীয়করণের ফলে দুর্গম এলাকায় শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা রাখবে। এছাড়া স্বাস্থ্য খাতে ইউএনডিপির বিনিয়োগের কারণে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক গ্রামীণ স্বাস্থ্য কর্মী সৃষ্টি হয়েছে যারা এলাকার স্বাস্থ্যসেবা প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি আবাসিক প্রতিনিধিকে যতদিন ইউএনডিপি সৃষ্ট গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের পদগুলি সরকারিকরণ না হবে ততদিন পর্যন্ত ওইসব স্বাস্থ্যকর্মীর জন্য ভাতা, নির্দিষ্ট এলাকার জন্য ওষুধ সরবরাহ এবং মনিটরিং খাতে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানান।
এ সময় ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা, সিএইচটিডিএফ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ঐশ্বর্য্য চাকমা এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.