রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীর মতিপাড়ার পুরাতন বৌদ্ধ বিহারের সংস্কার করতে গিয়ে মাটির দেয়াল চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা জানান, সোমবার সকাল ৯টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়ার মাটির তৈরী অতি পুরাতন বৌদ্ধ বিহারে সংস্কারের জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করতে যান স্থানীয় লোকজন। এসময় দেয়াল ভাঙ্গার সময় ধ্বসে পড়লে চাইসো মং মারমা(৫০) ও মংক্যউ শিং মারমা(২৬) মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তিনি আরো জানান, নিহত দুজনেই মতিপাড়ার বাসিন্দা এবং মতিপাড়া বৌদ্ধ বিহারের দায়ক। বর্তমানে নিহত দুজনের মৃত দেহ মন্দিরে রাখা হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই উপজেলার রাইখালীর মতি পাড়া বৌদ্ধ বিহারের সংস্কার করতে গিয়ে দেয়াল চাপা দুজন নিহত হয়েছেন। তাদের স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.