শনিবার রাঙামাটিতে পুলিশ গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে। তার নাম হাসিনা আক্তারকে (৩৫)।
পুলিশ জানায় শনিবার দুপুরের দিকে শহরের রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনী এলাকায় গোপণ সংবাদের ভিত্তিতে কতোয়ালী থানার এসআই সুরজিত বড়ুয়া ও এসআই এরশাদের নেতৃত্বে হাসিনা আক্তারের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় বাড়ীর ভেতর তল্লাশী চালিয়ে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল বিক্রির অভিযোগে হাসিনা আক্তারকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদক ব্যবসায়ি ও সেবীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটির পুলিশ বিভাগ।
এরই ধারাবাহিকতায় সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীস্থ নিজ বাসা থেকে দুই কার্টুন ফেন্সিডিলসহ বাসার মালিক ও মাদক সম্রাজ্ঞী হাসিনা আক্তারকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.