রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের জন্য ক্ষতিকারক অবৈধ জাক-এর অপসারন ও অভিযানের অংশ হিসেবে গেল কয়েক দিনে ১৫০০ মিটার কারেন্ট জাল, ১৫ কেজি সুতার জাল,৩ টি কাঠের নৌকা ও একজনকে দশ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নৌ পুলিশের সহায়তায় হ্রদে মৎস্য সম্পদের জন্য ক্ষতিকারক অবৈধ জাক-এর অপসারন ও অভিযান পরিচালনা করা হয়। এতে জাকে ব্যবহৃত ১৫০০ মিটার কারেন্ট জাল, ১৫ কেজি সুতার জাল,৩ টি কাঠের নৌকা উদ্ধার করা হয়। পরে বিএফডিসি ঘাটে উদ্ধারকৃত জাল সমূহ আগুণে পুড়িয়ে ফেলা হয়। এসময় জাকের মালিক আবুল কাসেমকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি,) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোঃ আসাদুজ্জামান জানান,জাক অপসারন বিরোধী আিভযানে এ পর্যন্ত ৮০ টি জাক অপসারন করা হয়েছে। কাপ্তাই হ্রদকে পরিপূর্ণ অবৈধ জাক মুক্ত করা পর্যন্ত জাক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.