• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এসএসসিতে এবার জিপিএ-৫ বেড়েছে                    ঋতুপর্নার চাকমার মাকে ক্যান্সার চিকিৎসায় রাঙামাটি জেলা পরিষদের তিন লক্ষ টাকা সহায়তা                    ১৭ বছর ধরে উন্নয়নের নামে ভাঁওতাবাজির করা হয়েছে-রুহুল কবীর রিজভি                    রাবিপ্রবি’তে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত                    পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ১০৩টি মানবধিকার লংঘনের ঘটনা ঘটেছে                    কাপ্তাইয়ে সাতটি দোকান পুড়ে ছাই                    জুরাছড়িতে এসডিজির স্থানীয়করণ এবং ত্বরানিত লক্ষে কর্মশালা                    আহত অবস্থায় উদ্ধার করা সাম্বার হরিণটিকে বাঁচানো গেল না                    রাঙামাটিতে সাংবাদিকতা ও ফ্যাক্ট চেক বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি`র নির্মানাধীন দুটি ভবন থেকে চাঁদার দাবিতে দুর্বৃত্তদের সশস্ত্র মহড়া                    রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ ও শিক্ষা বৃত্তিতে বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলন                    রাঙামাটিতে এইচএসসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক                    বিলাইছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালন                    রাবিপ্রবি’তে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত                    রাবিপ্রবি’তে পরিকল্পিত বনায়ন কার্যক্রমের উদ্বোধন                    রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা                    খাগড়াছড়িতে বীর শহীদদের প্রতি আরাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের শ্রদ্ধাঞ্জলী                    সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গ্রেড উন্নীতকরণের দাবীতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি                    পাহাড়ে খড়ের পরিবর্তে শুকনা কলা পাতায় মাশরুম চাষে সাফল্য                    লংগদুতে গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক আটক                    
 
ads

রাঙামাটিতে এক অন্তসত্বা গৃহবধূকে আগুনের পুড়য়ে হত্যার অভিযোগ,মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2017   Friday

রাঙামাটিতে শরীরে কেরোসিন ঢেলে টুম্পা (২৪) নামের অন্তসত্ত্বা এক স্ত্রী-কে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামী  অভি আহম্মেদ(২৬) সহ চার জনের বিরুদ্ধে। শহরের কলেজগেট এলাকায় এই চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। এতে অভিকে আসামি করে টুম্পার বাবা বাচ্চু মল্লিক বাদী হয়ে গেল বৃহস্পতিবার রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

 

ঘটনার বিবরণে জানা যায় ,স্বামীর পরকিয়া প্রেমের কথা জেনে যাওয়াসহ পারিবারিক চরম নির্যাতনের শিকার হয়ে স্বামীর দেয়া আগুনে মারা যান নয় মাসের অন্তসত্বা গৃহবধু টুম্পা। গেল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন টুম্পা। এর আগে আগুনে ঝলসে যাওয়া টুম্পা একটি মৃত সন্তান প্রসব করে। এই লৌহমর্ষক ঘটনাটি ৫-৬দিন আগে ঘটলেও  তা ধামাচাপা দেয়ার ষড়যন্ত্র করেছিল টুম্পার স্বামীসহ তার আত্মীয়রা। 

 

টুম্পার বাবা বাচ্চু মল্লিক  জানান, ঘটনাটি তিনি শুনে ঢাকা থেকে রাঙামাটি এসে দেখেন তার মেয়ের অবস্থা খুবই সংকটাপন্ন। তারপরেও তিনি মনে করেছিলাম  তার জামাই অভি ও তার শাশুড়িসহ আত্মীয়রা তার মেয়েকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু পরে দেখা যায় তার মেয়েকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। শুধু তার মেয়ে না তার নাতিকেও হত্যা করেছে অভিসহ তার পরিবার। তিনি এই হত্যাকান্ডের বিচার চান।

 

টুম্পার বড়ভাই সালমান মল্লিক আখির জানান, রাঙামাটি শহরের ভেদভেদি মুসলিম পাড়া এলাকায় গেল ১৯ মে রাতে তার বোনের সাথে পারিবারিক সমস্যা হয়েছে শুনে খবর নিতে রাত আনুমানিক ১১টার সময় টুম্পার বাসায়  যান। সেখানে গিয়ে দেখতে পান তার বোন অগ্নিদগ্ধ হয়ে ঘরে পড়ে রয়ে।ে পাশে টুম্পার শাশুড়ি ও স্বামী অভি পাশে দাড়িয়ে রয়েছেন। তখন  তিনি চিকৎকার করে তার অগ্নিদগ্ধ অন্তসত্বা বোনকে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে টুম্পাকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।

 

তিনি আরো মল্লিক জানান, তিনি রাতে বারবার ফোন দেয়ার পরেও  তার  বোনের সাথে অভি কথা বলতে দেননি। উল্টো বলা হয়েছে তার বোন ঘুমিয়ে পড়েছে। তার সন্দেহ হলে তখন তিনি রাতে বোনের বাসায় গিয়ে দেখেন তার বোনকে আগুনে পুড়িয়ে ফেলে রাখা হয়েছে।

 

তিনি  দাবী করেন, দীর্ঘদিন থেকে তার বোনের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে তার বোনের স্বামী অভি, বোনের শাশুড়িসহ আত্মীয়রা।  তার বোনের সাথে সম্পর্ক করে অভি বিয়ে করলেও পরকীয়া সম্পর্কের কথা তার বোন জেনে যাওয়ায় নির্যাতন নেমে আসে।

 

যার পরিনতিতে তার বোনকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। স্বামীর সাথে কলহের জের ধরে স্ত্রীর গায়ে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভি। অভি ও তার পরিবারের সকলে মিলে ৮ মাসের অন্তসত্বা স্ত্রী টুম্পাকে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা চালায়। স্বামীর দেয়া আগুনে শরীরের ৬০ ভাগ পুড়ে যায়।

 

এলাকাবাসীর অভিযোগ করে জানান,টুম্পার স্বামী অভি আহেম্মেদই (পিতা- মৃত সিদ্দিক আহেম্মেদ সওদাগর) গভীর রাতে অভির পরকীয়া প্রেমের কারনে টুম্পার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে পুড়ে টুম্পা এবং তার পেটের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল।

 

নিহত টুম্পার মা মর্জিনা বেগম জানান, তারা দুইজন ভালোবেসে বিয়ে করেছিল। তার জন্য তার পরিবরে একটু অমত ছিলাম। দীর্ঘদিন ধরে তার স্বামী তাকে নির্যাতন করতো। যৌতুকের জন্য বিভিন্ন সময় তার গায়ে হাত তুলতো। এছাড়া সে দীর্ঘ ১ মাসেরও বেশী সময় ধরে  তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়া হয়েছে।তিনি  তার মেয়ের সুষ্ঠ বিচারের দাবী জানান।

 

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, এ ঘটনায় নিহতের বাবা বাচ্চু মল্লিক বাদী হয়ে গেল ২৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৮, তারিখ-২৫/০৫/২০১৭। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ