• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান                    ভিপি সাদিক খাগড়াছড়িতে বেড়ে উঠা এক আলোকিত তরুন                    রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    আশিকা দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    
 
ads

নানিয়ারচরে পাহাড় ধসে শিশুসহ ১১ জনের মৃত্যু

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2018   Tuesday

অবিরাম ভারী বর্ষনে রাঙামাটির নানিয়ারচর উপজেলার পাহাড় ধসে মাটি চাপা পড়ে চারটি স্থানে শিশুসহ ১১ জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ও সোমবরা রাতে ঘটনা ঘটেছে।


জানা যায, গত তিন দিন ধরে টানা ভারী বর্ষনের কারণে মঙ্গলবার সকালে ও সোমবার রাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বড়পুলপাড়া,ধর্মচরণ পাড়া,হাতিমারা ও চৌধুরী ছড়া মোনতলা পাড়া এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিহতরা হলেন নানিয়ারচর ইউনিয়নের বড়পুল পাড়ায় একই পরিবারের সুরেন্দ্র লাল চাকমা ও তার স্ত্রী রাজ্য দেবী চাকমা,মেয়ে সোনালী চাকমা (১৪), একই ইউনিয়নের রুমেল চাকমা (১৪)। বুড়িঘাট ইউপির ধর্মচরণ পাড়ায় একই পরিবারের ফুল দেবী চাকমা, ইতি চাকমা, উভয়ের পিতার নাম মৃত-শ্যামল বিকাশ দেওয়ান,পুত্রবধূ ও রিগেন দেওয়ানের স্ত্রী স্মৃতি চাকমা, তার দেড় বছরের শিশু সন্তান আয়ুব দেওয়ান। বুড়িঘাট ইউপির হাতিমারা এলাকার মিশন চাকমার ছেলে রিপেল চাকমা ও তার বোন রীতা চাকমা এবং ঘিলাছড়ি ইউপির চৌধুরী পাড়ার মোনতলা পাড়ার মৃত হেম রঞ্জন চাকমার ছেলে বৃষকেতু চাকমা(৬০)।

 

এছাড়া এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তবে তাদের নাম তা’ক্ষনিকভাবে জানা যায়নি। তাদের নানিয়ারচরের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর সেনাবাহিনী,পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সন্মিলিতভাবে উদ্ধার কাজ চালায়। তবে আর কোন নিখোজ না থাকায় উদ্ধারের কার্যক্রম দুপুরের দিকে বন্ধর করা হয়েছে।


এদিকে রাঙামাটিতে এক টানা ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার সকাল থেকে বৃষ্টি শুরু হলেও রাত থেকে একটানা ভারী বর্ষণে জনজীবন থমকে যায়। টানা বর্ষনের কারণে শহরের ২০ থেকে ২৫ টি স্থানে মাটি ধ্বসের ঘটনা ঘটলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের মুল সড়ক ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই রুটে ছোট ছোট যানবাহন চলাচল করছে।


নানিয়ারচর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুল পাড়া ৪ জন, ধর্মচানপাড়া ৪ জন এবং হাতিমারায় ২ জন পাহাড়ের মাটি চাপা পড়ে নিহত হয়েছে।


নারিনয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলালাহ আল মামুন তালুকদার জানান,নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত সুরেন্দ্র নাথ পাড়ায় মাটি চাপা পড়ে একই পরিবারের চার জন মারা গেছে মাটির তৈরী ঘরটি পাহাড়ের ঘেষে অবস্থিত। আর পাহাড়টি বালির। তাই টানা ভারী বর্ষনের কারণে ধসে পড়ে প্রানহানীর ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, নিহত ও আহতদের প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।


জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, টানা তিন দিনের ভারী বর্ষনের কারণে নানিয়ারচরের কয়েকটি স্থানে পাহাড় ধসে মাটি চাপা পড়ে এ পর্ষন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।


তিনি আরো জানান, নানিয়ারচওে ১১ জনের প্রাণহানী ঘটনা ছাড়া রাঙামাটিতে আর কোথাও হতাহতের ঘটনা ঘটেনি। যদিও রাঙামাটি শহরের ১৫ থেকে ২০ টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। প্রশাননের পক্ষ থেকে ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তারা মাঠে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ