মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক। আলোচনা শেষে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো: হারুণ-অর-রশিদ ও সাধারণ সম্পাদক শাহ আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: বাহার মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহেরের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিকের নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয় পড়–য়া ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এছাড়াও উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.