বাঘাইছড়ির রূপকারী উচ্চ বিদ্যালয়ের পাশে নির্মাণাধীন ইউপিডিএফ’র অফিস ভাংচুর ও নির্মাণ সামগ্রী ধ্বংস করে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।
মঙ্গলবার ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করা হয়, মঙ্গলবার আইন-শৃংখলা বাহিনীর একটি দল রূপকারীতে গিয়ে ইউপিডিএপ’র অফিস নির্মান কাজে নিয়োজিত দুই শ্রমিককে ক্যাম্পে ধরে নিয়ে যায়। পরে স্থানীয় মুরুব্বীদের প্রতিবাদের মুখে তাদেরকে ছেড়ে দেয়। পরে বিকালে আবারও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অফিসের অর্ধনির্মিত ইটের দেয়াল ভেঙে দেয় এবং সিমেন্টসহ নির্মাণ সামগ্রী আগুনে পুড়ে নষ্ট করে দেয়।
প্রেস বার্তায়, অবিলম্বে ইউপিডিএফ’র অফিস খুলে দেয়ার ও বাঘাইছড়িতে ইউপিডিএফ’র অফিস নির্মাণে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.