• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে ষ্টার্টআপ এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফর ইয়থ বিষয়ক সেমিনার                    রাবিপ্রবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা                    রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম                    পাহাড়ে জীববৈচিত্র্য পুনঃস্থাপন ও সম্প্রদায়ের বাস্তুতন্ত্র সংরক্ষনে ১২ কোটি টাকার প্রকল্প গ্রহন                    বিলাইছড়িতে তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ                    রাঙামাটিতে কলা গাছের আঁশের স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শনী ও উদ্বোধন                    রাঙামাটিতে পুষ্টি পরিষেবার ঘাটতি পূরণে জন্য স্থানীয় লাইন বিভাগের সাথে সভা                    রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ                    রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার                    রাঙামাটিতে সনাকের বলপিয়ে আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র গ্রুপ গঠন                    রাঙামাটিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত                    জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ                    রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা                    অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান                    প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ                    ভ্যান্ডর তালিকাভুক্তিকরণ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি                    রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা                    কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাটে ফের পানি ছাড়া হচ্ছে                    রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা                    সাজেক পর্যটনে অগ্নিকান্ডে ঘটনার ছয় মাস পর কটেজ-রিসোর্ট স্থাপনা নির্মাণে লাইন্সে প্রদান                    কাউখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দিনমজুরকে নতুন ঘর দিল সেনাবাহিনী                    
 
ads

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, থানায় মামলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020   Tuesday

রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লংগদু থানায় ছাত্রীটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতে এই লংগদু থানায় প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে মেডিকেল টেষ্টের জন্য নিয়ে আসা হয়েছে।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গেল ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়। এবং খোঁজাখুঁজি শেষে ফেরার পথে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্রীটিকে লেবু দেয়ার জন্য বিদ্যালয়ের পেছনে অবস্থিত ছাত্রাবাসের একটি কক্ষে ডাকেন। ছাত্রীটি কক্ষে যাওয়ার সাথে সাথে আব্দুর রহিম দরজা বন্ধ করে জোরপূর্বক ছাত্রীটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেন।

 

ঘটনার শিকার ছাত্রীটির মা বলেন, আমার মেয়ে হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়। তখন ফেরার পথে অভিযুক্ত প্রধান শিক্ষক আমার মেয়েকে লেবু দেয়ার জন্য ডেকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেন।

 

এদিকে,গত রোববার রাতে ঘটনার শিকার পাহাড়ী ছাত্রীটির মা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালের দিকে ছাত্রীটিকে মেডিকেল টেষ্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাঙামাটির আদালতে ছাত্রীটি তোলার পর আদালত ছাত্রীটিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দিয়েছেন। এর আগে গেল ১ অক্টোবর ছাত্রীটির বাবা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমার কাছে লিখিত অভিযোগ দেয়।


ঘটনার শিকার ছাত্রীটির মা বলেন, তার মেয়ে গত ২৭ সেপ্টেম্বর ঘটনাটি তাকে সমস্ত কিছু খুলে বললে স্থানীয় কারবারীর(গ্রাম প্রধান) কাছে বিষয়টি জানানো হয়। এছাড়া গেল ১ অক্টোবর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু সুরাহা পাওয়া যায়নি।


তিনি আরো জানান, ওই বিদ্যালয় থেকে তার মেয়ে এ বছর এসএসসি পাশ করেছে। তিনি নিজেও বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য। তার মেয়ে এভাবে নিজ বিদ্যালয়ের শিক্ষকের কাছে নিরাপদ না হয় অন্যান্যদের বেলায় কি হবে? তিনি এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানান।


বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা জানান, গেল ১ সেপ্টেম্বর ঘটনার শিকার ছাত্রীটির বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছিলেন তার কাছে। আমার বাবা অসুস্থতাসহ জরুরী ব্যস্ততার কারণে বৈঠক ডাকা সম্ভব হয়নি। তবে গতকাল মঙ্গলবার বৈঠকে বসার কথা ছিল। কিন্তু অভিযুক্ত ছাত্রীটি যেহেতু থানায় মামলা দায়ের করেছে সেহেতু ঘটনাটি আইনগত প্রক্রিয়ায় চলে গেছে তাই আর বৈঠক করা হয়নি। এ ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ নূর জানান, রোববার রাতে ঘটনার শিকার ছাত্রীটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের পর মঙ্গলবার ছাত্রীটিকে মেডিকেল টেষ্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল টেষ্টের পর ছাত্রীটিকে রাঙামাটির আদালতে ছাত্রীটি তোলার পর মাননীয় আদালত ছাত্রীটিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দিয়েছেন। তিনি আরো জানান, ঘটনার পর অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। ভৌগলিকগত কারণে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা যাচ্ছে না। পুলিশ তাকে আটকের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।


রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিযুক্তকে ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ