শনিবার রাঙামাটিতে ফাতেহা শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের তৈয়বিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ(রহঃ)-এর রাঙামাটি জেলাস্থ সকল মুরিদদের উদ্যোগে আয়োজিত ফাতেহা শরীফ ও ইফতার মাহফিলে করেন কমিটির আহবায়ক মোঃ ইসমাঈল বাবুল। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার। হুজুর কেবলার জীবনীর উপর আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য-সচিব এম এ মুস্তফা হেজাজী। তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কাপ্তাই আল-আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসীম উদ্দিন নুরী আল-ক্বাদেরী,পুরানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল জব্বার, রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির উপদেষ্টা হাজী আলী আকবর, লাল মিয়া সওদাগর, সিনিয়র সহ-সভাপতি আবদুর হালিম ভোলা, সহ-সভাপতি আলহাজ্ব জানে আলম সওদাগর, আবু সৈয়দ, যুগ্ম সম্পাদক আবু জাফর সওদাগর, আবদুল জব্বার, দপ্তর সম্পাদক দানু মিয়া, আয়োজক কমিটির সদস্য-সচিব মোঃ নাছির উদ্দিন সওদাগর, বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য মাওলানা হাফেজ ওমর ফারুক,খালেদ মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন জুনু, জসীম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর শহীদ চৌধুরী,আব্দুল্লাহ ফকির(রহঃ) ওরশ পরিচালনা কমিটির সদস্য-সচিব আবদুস সাত্তার প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.