সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র’র স্মরণ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি জেলা শহরে দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ভারতের আগ্রাস্থ সৎসঙ্গ আশ্রমের সহ-প্রতি ঋত্বিক ও সাহিত্যিক প্রলয় মজুমদার, প্রধান বক্তা হিসেবে যোগ দেন। তিনি খাগড়াছড়ি সৎসঙ্গের উদ্যোগে কেনা ৮০ শতক ভূমিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন।পরে একইস্থানে খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, প্রধান অতিথির বক্তব্য রাখেন।খাগড়াছড়ি সৎসঙ্গ’র সাঃ সম্পাদক জয়দ্রত আচার্য্য’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাঃ সম্পাদক নির্মল কান্তি দেব, সমাজকর্মী আশীষ ভট্টাচার্য্য, মৃদুল চক্রবর্তী, কবিতা ঘোষ, মলয় কুমার ভৌমিক, খোকন শর্মা, মাইকেল ঘোষ এবং শৈবাল চন্দ্র বক্তব্য রাখেন।অনুষ্ঠানে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.