শুক্রবার রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় মোটেল জজ নামক একটি হোটেল থেকে লিটু(৩৫) নামের নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার মূলহোতা নিহত লিটুর বন্ধু শাওন তার কথিত স্ত্রী শায়রা হক মৌ ও শালিকা ফরিদা হক পদ্মাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা শহরের রেসকোর্স এলাকার বাসিন্দা শাওন তার স্ত্রী ও শালিকাসহ কুমিল্লা থেকে চট্টগ্রাম এসে তার ব্যবসায়িক পার্টনার ঝুট ব্যবসায়ি লিটুকে নিয়ে বৃহস্পতিবার সন্ত্যায় রাঙামাটি বেড়াতে আসে। তারা শহরের কলেজ গেইটস্থ আবাসিক হোটেল মোটেল জজ এ দুটি রুম ভাড়া নেয়। শুক্রবার সকালের দিকে তারা কক্ষ ছেড়ে দিয়ে তারা চলে যান। পরে তাদের ভাড়া নেয়া কক্ষ চেক করতে গিয়ে মেঝেতে রক্ত দেখতে পেয়ে হোটেলের ম্যানেজার পুলিশকে খবর দেন। পরে পুলিশ হোটেলে গিয়ে নয় নাম্বার কক্ষ থেকে টয়লেটের ভেতরে হাত-পা বাধা এবং মুখে কচটেপ পেছানো বেডশিট দিয়ে মোড়ানো অবস্থায় লিটুর লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা শাওন ও তার স্ত্রী শায়রা হক মৌ -শালিকা ফরিদা হক পদ্ম মিলে লিটুকে গলায় ডিশের তার পেছিয়ে এবং মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে তার হাত-পা ও মুখে কচটেপ পেছিয়ে এবং বিছানার বেডশিট দিয়ে মুড়িয়ে হোটেলের নয় নাম্বার রুমের টয়লেটে ফেলে রেখে কক্ষ ত্যাগ করে পালিয়ে যায়।
এদিকে, শুক্রবার সকালে শাওন তার কথিত স্ত্রী শায়রা হক মৌ ও শালিকা ফরিদা হক পদ্মাকে নিয়ে প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১১৩৯৬৮) যোগে পালিয়ে যাওয়ার সময় শহরের বনরূপা ও ট্রাক টার্মিনাল এলাকায় দুই দফায় দূর্ঘটনায় পড়ে। এসময় স্থাণীয়দের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হলে খবর পেয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নীতি বিকাশ দত্ত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান। তবে হোটেলের রেজিষ্টারে নিহতের নাম কাশেম উল্লেখ করা হলেও তার প্রকৃত নাম লিটু (৩৬)। তার পিতার নাম আব্দুল মজিদ। তার বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকার গ্রীণ আবাসিক এলাকার চার নাম্বার রোড ৪০ নাম্বার বাড়ি। তিনি ঝুট ব্যবসা করতেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রশিদ সত্যতা স্বীকার করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়না তদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.