খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সদর ইউনিয়নের ফকিরনালা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত অগ্রধম্ম মহাস্থবির শুক্রবার পরলোক গমন করেছেন। মত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বৎসর।
শ্রীমৎ ভদন্ত অগ্রধম্ম মহাস্থবির ১৯২৩সালে জেলার মাটিরাঙ্গা উপজেলায় তবলছড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮৬সালে তিনি প্রবজ্জা গ্রহন ও ১৯৮৭সালে উপসদা গ্রহণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে মানিকছড়ি উপজেলার ফকিরনালা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে, তার পরলোকে ফকিরনালা বৌদ্ধ বিহারে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখতে সেখানে শতশত বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারী লোকজন ভিড় জমান।
শ্রীমৎ ভদন্ত অগ্রধম্ম মহাস্থবির এর অন্তুষ্টিক্রিয়া উদযাপন কমিটির সদস্য সচিব আপ্রুসি মগ জানান, আগামী ১৫ জনুয়ারী ২০১৬ সালে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে তার অন্তুষ্টিক্রিয়া ফকিরনালা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সয়ং তালা নৃত্যে তালে তালে ধু¤্রবাজি ফোটানো মাধ্যমে অন্তুষ্টিক্রিয়ায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন জেলা থেকে হাজার হাজার বৌদ্ধ সম্প্রদায়ের অংশগ্রহণ পৃন্যার্থী গ্রহনসহ সকল দায়ক দায়িকাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.