• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

২৬ অক্টোবর থেকে মাস ব্যাপী রাঙামাটির রাজ বন বিহারসহ ৬১ শাখায় কঠিন চীবর দান উৎসব শুরু হচ্ছে

নতুন ধন চাকমা, পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2015   Friday

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান  তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেসহ ৬১টি বন বিহার শাখায় ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্ষন্ত শুরু হচ্ছে। 

রাজ বন বিহার সূত্রে জানা গেছে, ২৫অক্টোবর শেষ হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষা বাস। এরপর থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী দানোত্তম কঠিন চীবরদান। বৌদ্ধ ভিক্ষুরা এসব অনুষ্ঠানে যোগদান করে গৌতম বুদ্ধের অমৃতবাণীসহ স্ব-ধর্ম দেশনা আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের সময়ে বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে কঠিন চীবরদান উদযাপন করবেন। সে লক্ষে রাঙামাটি রাজবন বিহার ও তাঁর শাখা বনবিহার সমূহের দানোত্তম কঠিন চীবর দানের পর্যায়ক্রমে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এতে ২৬-২৭ অক্টোবর রাঙামাটির কাটাছড়ি বনবিহার,কাটাছড়ি ও জুরাছড়ির বারাবান্যা বৌদ্ধ বিহাওে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। ২৭-২৮ অক্টোবর রাঙামাটি শিলাছড়ি বন বিহার, ২৮-২৯ অক্টোবর রাঙামাটির কাইন্দ্যা, দোজরীপাড়ার জয়দ্বীপ বনবিহার, ২৯ -৩০ অক্টোবর বিলাইছড়ির রাইংখং বন বিহার, বরকল বনবিহার, খাগড়াছড়ির পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রে , ৩০-৩১ অক্টোবর বরকলের লুম্বিনী বনবিহার, ও কাউখালীর ত্রিরত্মাংকুর বনবিহাওে, ৩১ অক্টোবর-১ নভেম্বর জুরাছড়ির ঘিলাতলীর ঐক্য বন বিহার, ক´বাজারের উত্তর নলবিলা মহেশখালীর শীলরক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার, রাঙামাটির ইন্দ্রপুর বন বিহাওে, ১-২ নভেম্বর নানিয়ারচরের রত্মাংকুর বনবিহারে, ও জুরাছড়ির পান ছড়িমূখ জেতবন বৌদ্ধ বিহারে, ২-৩ নভেম্বর রাঙামাটির কতুকছড়ির নির্বাণপুর বনবিহারে, ৩-৪ নভেম্বর বরকলের মাইসছড়ির অর্পনাচরণ বনবিহারে, ৪-৫ নভেম্বর খাগড়াছড়ির লক্ষীছড়ির কুশীনগর বনবিহারে ও রাঙামাটির বাঘাইহাটের বনানী বনবিহারে, ৫-৬ নভেম্বর বাঘাইছড়ির আর্যপুর ধর্মোজ্জ্বল বনবিহারে, বান্দরবানের বালাঘাটার করুণাপুর বনবিহারে, রাঙামাটির ধনপাতা বনবিহারে, ও ভারতের গোমতীর ধর্মযাত্রা বনবিহারে, ৬-৭ নভেম্বর জুরাছড়ির শুভলং শাখা বনবিহারে, নানিয়রচরের তক্ষশীলা বনবিহাওে এবং খাগড়াছড়ির পানছড়ির শীলাচার বনবিহারে, ৭-৮ নভেম্বর ভারতের মনুগাং বানবিহারে ও রাঙামাটির সম্যকদৃষ্টি বনভাবনা কুঠিরের, ৮-৯ নভেম্বর কাউখালীর ঘাগড়ার বৈজয়ন্তু বনবিহারে, নানিয়ারচরের শাসনোদয় বনবিহারে, পেরাছড়া সারনাথ বনবিহারে, ৯-১০ নভেম্বর জুরাছড়ির ফকরাছড়া বনবিহারে, ১০-১১ নভেম্বর মহাছড়ির মিলনপুর বনবিহারে, ও বরকলের শ্রাবন্তী বনবিহারে, ১১-১২ নভেম্বর খাগড়াছড়ির লক্ষীছড়ির বর্মাছড়ি বনবিহারে, ও মহালছড়ির সারনাথ বনবিহারে কঠিন চীবর দান উদযাপন করা হবে।

১২-১৩ নভেম্বর খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহারে, চট্টগ্রামের ইপিজেড মৈত্রী বনবিহারে, লংগদু তিনটিলা বনবিহারে, ১৩-১৪ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠিরে, নানিয়ারচরের রাজগিরি বনবিহারে, বাঘাইছড়ির শান্তিপুর বনবিহারে, ১৪-১৫ নভেম্বর ভারতের মিজোরামের ভূজয়ন্তু বনবিহারে ও বাঘাইছড়ির জনকল্যাণ বনবিহারে১৫-১৬ নভেম্বও বন্দুক ভাঙ্গার ভারবোয়াচাপ বনবিহারে, পানছড়ির মুনিপরি বনবিহারে, খাগড়াছড়ির মেদিনীপুর বনবিহারে, ১৬-১৭ নভেম্বর কাউখালীর অজর-অমর বনবিহারে ও বরকলের আইমাছড়া বনবিহারে, ১৭-১৮ নভেম্বর কাউখালীর বিনয়াংকুর বনবিহারে,জুরাছড়ির ধর্মোদয় বনবিহারে, রাঙ্গুনিয়ার রস্যাবিল বনবিহাওে, ১৮-১৯ নভেম্বর রাঙামাটির বোধিপুর বনবিহারে, ও কতুকছড়ির জীবকল্যাণ বনবিহারে,

১৯-২০ নভেম্বর রাঙামাটির রাজ বনবিহারে,২০-২১ নভেম্বর রাঙামাটির সাধনাপুর বন বিহারে, ২১-২২ নভেম্বর মনিরত্ম বালুখালীর বনবিহারে ও খারিক্ষ্যং শাক্য বনবিহারে, ২২-২৩ নভেম্বর ফুরমোন সাধনাতীর্থ আর্ন্তজাতিক বনভাবনা কেন্দ্রে ও মহালছড়ির জ্ঞানোদয় বনবিহারে, ২৩-২৪ নভেম্বর বালুখালীর সাধনানন্দ বনবিহারে ও বাঘাইছড়ির বিজয়পুর বনবিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ