খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজারে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত পৌঁনে তিনটায় এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিত থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
প্রতক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, পানছড়ি বাজারের নোয়াখালী মার্কেটে গলির একটি ছোট দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে । প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান। এলাকাবাসী, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী একান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শশীচন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, বিজিবি জোন কমান্ডার, পানছড়ি উপজেলা সাবজোন কমান্ডার ও পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.