রোববার বরকল মডেল থানা পুলিশ উপজেলার আইমাছড়া ইউনিয়নের বাঙালটিলা নামক স্থান থেকে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মোঃ মোস্তফা (৫০) কে গ্রেফতার করেছে। সেই ভূষণছড়া মধ্য পাড়া গ্রামের মৃত আলমের পুত্র।
বরকল থানার এএস আই মোঃ আমিনুল ইসলাম জানান,২০১১ সালে এক গৃহবধূকে পুড়িঁয়ে মারার চেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মোঃ মোস্তফা ও তার সহযোগী মন্টু মিয়ার (২৮) বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকে তারা পলাতক ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ মোস্তফাকে আটক করে।
মামলার অপর আসামী মন্টু মিয়া এখনো পলাতক রয়েছে। তাকেও ধরার চেষ্টা চলছে বলে জানান এএস আই আমিনুল ইসলাম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.