রাঙামাটির বাঘাইছড়ির উপেজলার সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় বৃহস্পতিবার পর্যটক নামিয়ে দিয়ে মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় পর্যটকদের মধ্যে কেউ আহত হয়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার জামিল জানান,পর্যটকবাহী একটি মাইক্রোবাস বৃহস্পতিবার সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য যাচ্ছিল। মাইক্রোবাসটি মাচালংয়ে সীমানায় ৮ নম্বর এলাকায় পৌছলে গাড়ী গতিরোধ করে একদল দুর্বৃত্ত।
এসময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। গাড়ির গতিরোধ করে গাড়ির ভেতরে থাকা সবাইকে নামিয়ে দিয়ে ও পর্যটকদের ব্যাগসহ জিনিসপত্র বের করে দিয়ে প্রেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।দুর্বৃত্তরা পর্যটকদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করেন।
রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,মাইক্রোবাসে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সালাউদ্দিন ছিলেন। তিনি পরিবার নিয়ে সাজেক বেড়াতে গিয়েছিলেন। ফেয়ার পথে তারা এ ঘটনার শিকার হয়েছেন। এ সময় মুখোশ পরিহিত সন্ত্রাসীরা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.