• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

সুবলং-এ ধম্ম সিদ্ধিকারাম বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2016   Sunday

রোববার রাঙমাটির সুবলং-এ  ধম্মসিদ্ধিকারাম বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সুবলং ইউনিয়নের ছাপকিয়াছড়া ধম্মসিদ্ধিকারাম বৌদ্ধ বিহারে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে  পুণ্যার্থীদের উদ্দেশ্যে সদ্ধর্ম দেশনা দেন মহাপরিনির্বাণপ্রাপ্ত বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুবলংয়ের শ্রাবস্তী বন বিহার অধ্যক্ষ সংঘসার স্থবির, রত্নশ্রী ভিক্ষুসহ নন্দপাল ভান্তের সফরসঙ্গী ভিক্ষুসংঘ, ১নং সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, মহিলা মেম্বার বুলবুলি চাকমা, ছাপকিয়াছড়া গ্রামের মুরুব্বী রজনী কুমার চাকমা, গোপাল কান্তি চাকমা, অরবিন্দু চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুশীল জীবন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন ১নং সুবলং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার নন্দিত চাকমা। অনুষ্ঠানে বুদ্ধমুর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিন্ডদানসহ বিভিন্ন দানানুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সুবলং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশ নেন।  স্থানীয় শিল্পী রোহিনা চাকমা ও রিপন চাকমার উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে রোববার সকালে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়

 

সদ্ধর্ম দেশনা  দেশনায় শ্রীমৎ নন্দপাল মহাস্থবির বলেন,যে মানুষ বুদ্ধজ্ঞান লাভ করতে পারে না সে বিপথগামী হয়। বিপথগামী হয়ে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়। বুদ্ধজ্ঞান লাভ করতে হলে ধর্ম শ্রবণ করতে হয়। মানব জীবনে ধর্মশ্রবণ অত্যন্ত গুরুত্বপুর্ণ। ভগবান বুদ্ধ মঙ্গলসুত্রে যথাকালে ধর্ম শ্রবণের কথা উল্লেখ করেছেন। কালেন ধম্ম সবনং এতং মঙ্গল মুত্তমং। যথাকালে ধর্মশ্রবণ উত্তম মঙ্গল। ধর্ম শ্রবণের মাধ্যমে বুদ্ধজ্ঞান লাভ করে মানুষ নির্বাণগামী হতে পারে।

 

তিনি আরও বলেন, সবাইকে সচ্চরিত্রের অধিকারী হয়ে জীবন যাপন করতে হবে। নামে বৌদ্ধ না হয়ে সত্যিকার অর্থে প্রকৃত বৌদ্ধ হতে হবে। লোভ, হিংসা, ক্রোধ, মাৎসর্য্য, ঈর্ষ্যা পরশ্রীকাতরতা ত্যাগ করতে হবে। প্রাণীহত্যা, চুরি, ব্যাভিচার, মিথ্যাভাষণ, নেশাপান-মদপান ত্যাগ করতে হবে। সবাইকে যত্নবান হয়ে পঞ্চশীল পালন করতে হবে। শিক্ষিত, ধার্মিক ও ধনী হতে হবে। সঠিকভাবে ধর্ম চর্চা করলে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবেও অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ভারতের অরুণাচল প্রদেশসহ বিভিন্ন জায়গায় আমার কথামত ধর্ম চর্চা করে অনেক মানুষের অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটেছে।

 

তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ভারতে ধর্ম প্রচার করে যাচ্ছি। বর্তমানে সেখান থেকে অনেক উৎসাহব্যঞ্জক সংবাদ আসছে। আমাদের কাছ থেকে ধর্ম শোনার পর সেখানকার মানুষ ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এমনকি অর্থনৈতিকভাবেও অনেক অগ্রসর হয়েছে। ধর্মচর্চা করলে মানুষের মান-মর্যাদা ও সম্মান বেড়ে যায়। জ্ঞান বাড়ে। বনভান্তে আমাকে ভারতবর্ষে ধর্মপ্রচারের দায়িত্ব দেয়ার পর চিন্তা করেছি সেখানে গিয়ে খালি হাতে ফিরলে নিজেকে ব্যর্থ মনে হবে।

 

তাই সেখানে গিয়ে বুদ্ধগয়ায় একটি বন বিহার প্রতিষ্ঠার পাশপাশি অনেক প্রদেশে বন বিহার স্থাপন করেছি। বর্তমানে আন্তজাতিক অঙ্গনে আমাদের ধর্মপ্রচার চলছে। নেপাল, ভিয়েতনাম, থাউল্যাণ্ড, ফ্রান্স আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে ধর্ম প্রচারের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ