মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলার উত্তর ভূষন ছড়া ক্লাব এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি।
জানা যায়, মঙ্গলবার ছোট হরিণার ২৫ বিজিবি’র নায়েক সুবেদার আব্দুর রহমানের নেতৃত্বে একটি টহল গোপণ সংবাদের ভিত্তিতে বরকল উপজেলার উত্তর ভূষন ছড়া ক্লাব এলাকার পাশে অভিযান চালায়। এ সময় ক্লাব ঘরের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে। বর্তমানে উদ্ধারকৃত পিস্তলটি বিজিবি’র হেফাজতে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.