খাগড়াছড়ির গুইমারায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম লিপি দে(২৫)এই ঘটনায় স্বামী উজ্জ্বল কান্তি দে ও ভাসুর লিটন দে কে আটক করেছে পুলিশ। রবিবার সকালে গুইমারার ডাক্তারটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
গুইমারা থানা পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এই নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হয়। রবিবার সকালেও উভয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে পুলিশকে ফোন দিয়ে গৃহবধূ গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে আটককৃতদের জিজ্ঞাসা করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হবে বলেও জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.