রাঙামাটি শহরের কলেজ গেইট ও ভেদভেদী এলাকায় অবৈধ জায়গা দখলকারী ৬১ পরিবারকে উচ্ছেদ করেছে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ।
সোমবার সকালে নির্বাহী মেজিষ্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের বেদখলকৃত ১৫ একক জায়গা উদ্ধারে এই অভিযান চালানো হয়।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, তাদের উচ্ছেদের পূর্বে কোন ধরনের নোটিশ দেওয়া হয়নি। আকষ্মিক এই অভিযানে পরিবারগুলো খোলা আকাশের নীচে স্থান হয়েছে।
সড়ক জনপথ কর্তৃপক্ষ জানায়, ২৭ মার্চ থেকে সারা দেশে অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.