• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটির কাপ্তাই হ্রদে এ বছর রাজস্ব আয় সর্বোচ্চ রেকর্ড ১০কোটি টাকা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2016   Sunday

চলতি ২০১৫-১৬ অর্থবছরে কাপ্তাই হ্রদের মাছের উঃপাদন হয়েছে ৯ হাজার ৩৬৬ মেট্রিক টন।  যার রাজস্ব আয় হয়েছে ১কোটি ৩৬ লাখ টাকা। যা মাছ উৎপাদনে অন্যান্য  বছরের রেকর্ড সৃষ্টি করেছে। এভাবে হ্রদে মাছ উৎপাদিত হলে আরও  বহুগুন রাজস্ব আয় করা সম্ভব।

 

গতকাল রোববার এক সংবাদ সন্মেলনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মাইনুল ইসলাম এ তথ্য জানান।

 

তিনি কাপ্তাই হ্রদের ভবিষ্যৎ আশংকা প্রকাশ করে আরও বলেন, হ্রদের যে সমস্ত নদী  রয়েছে   সেগুলোর গতিপথ ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিং-এর দরকার। পাশাপশি হ্রদের দূষন রোধ করতে সচেতনা সৃষ্টি করা দরকার।  তা না হলে কার্প জাতীয় মাছের উৎপাদন বিপর্যয়  নেমে আসবে। 

 

বিএফডিসি’র রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মাইনুল ইসলাম আরও  বলেন,এর আগের বছর ৮ হাজার ৯০০ মেট্রিক টন মাছ আহরণ করে রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৩৫ লাখ টাকা হয়।  বিগত ১৯৬৫-৬৬ অর্থ বছরে ১২ হাজার ৬ মেট্রিক টন মৎস্য উৎপাদনের মাধ্যমে কাপ্তাই হ্রদ থেকে বানিজ্যিকভাবে মৎস্য উৎপাদন শুরু করা হয়।

 

তিনি বলেন,গত ১২ মে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন বংশ বৃদ্ধি, মজুদ এবং ভারসাম্য রক্ষার্থে সকল প্রকার মৎস্য আহরণ ও পরিবহনের ওপর তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ তিন মাসে যাতে কেউই হ্রদে মাছ ধরতে ও পাচার করতে না পারে সেজন্য একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে  নৌ পুলিশ সার্বক্ষনিক  হ্রদে প্রহরায় থাকবে। মাছ ধরা বন্ধকালীন সময়ে বরফ কলগুলো বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত  নেয়া হয়েছে। যাতে ওই সময়ে এসব বরফ কলে মাছ মজুদ করতে না পারে। এছাড়া হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে প্রায় প্রায় সাড়ে ২৩ হাজার জেলেকে ভিজিএফ কার্ডের বিপরীতে বিনামূল্যে চাল বিতরণ করা হবে।

 

কাপ্তাই হদে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, হ্রদে মাছের উৎপাদন বাড়াতে একশ মেট্রিকটন পোনা অবমুক্ত করা হবে।  এছাড়া  পোনা উৎপাদনের জন্য ৮টি নার্সারী পুকুর তৈরী করা হয়েছে। জাক দিয়ে মাছ চাষ পুরোপুরি বন্ধ করার চেষ্টা করা হবে। ইতোমধ্যে জাকে মাছ চাষের সফল হয়েছে। অচিরেই তার অনুমোদন  দেয়া হবে।

 

তিনি আরও বলে মা মাছ যাতে সঠিকভাবে পোনা ছাড়তে  তার জন্য ৭টি অভয়াশ্রম রয়েছে। তার মধ্যে ৫টি পুরাপুরি তৈরী করা হয়েছে।  এ মাছের অভয়াশ্রম আরও বাড়াতে পারি তাহলে মা মাছ বাচাঁতে পারবো এবং হ্রদের মাছে বৃদ্ধি হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ