কাপ্তাই হ্রদের পাড় দখল করে অপরিকল্পিভাবে ভবন নির্মাণ ও হ্রদের পানি বৃদ্ধিতে মাটি নরম হওয়ার কারণে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় দ্বিতল ভবন ধ্বসে গিয়ে তিন শিশুসহ ৫ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে অনেকেই ধারনা করছেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, কাপ্তাই হ্রদের পাড় অবৈধভাবে দখল করে পরিকল্পিভাবে পানির উপর ভবন নির্মাণ করায় মঙ্গলবার সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় দ্বিতল ভবন ধ্বসে পড়েছে। এ ভবন নির্মানের পূর্বে রাঙামাটি পৌর সভা ও ফায়ার সার্ভিস থেকে কোনো প্রকার অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে পানি কয়েক ফুট উপরে উঠায় ধ্বসে পড়া ভবনে নিচের অংশ দীর্ঘ দিন ধরে জলমগ্ন ছিল। যার কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ভবনটি হ্রদের পানিতে হেলে পড়েছে।
রাঙামাটির সচতেন মহলের অভিযোগ এক দিকে কাপ্তাই হ্রদের পাড় দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় যেমন কাপ্তাই হ্রদের পরিবেশ নষ্ট হচ্ছে তেমনি বসবাসের ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব অবৈধ দখলদের বিরুদ্ধে প্রশাসন কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের পাড়ে অনেক বহুতল ভবন গড়ে উঠেছে।
ভবন ধ্বসে ঘটনায় আটকে পড়া উদ্ধারকারী স্থাণীয় যুবক ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ক ফোর্স-এর সদস্য মোঃ সাইফুল ইসলাম জানান, ভবন ধ্বসে পড়ার খবর পেয়ে এলাকার লোকজন ভবনের ভেতর আটকে পড়া লোকজনদের উদ্ধারের নামে। ঘটনার অনেকক্ষন পরে ফায়ার সর্ভিসের কর্মী উদ্ধার অভিযানে নামেন এবং এক ঘন্টার পর কাপ্তাই থেকে নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। তিনি আরো জানান, দ্বিতল ভবনের নিচ তলায় দুই পরিবার ও উপর তলায় দুই পরিবার থাকতো। ঘটনার পর তারা ধ্বসে পড়া ভবন থেকে শিশুসহ জীবিত অবস্থায় ১০জনকে উদ্ধার করেছেন। এছাড়া এক শিশুসহ তিন জনের মৃত দেহ উদ্ধার করেছেন। মূলত ধ্বসে পড়া ভবনের রুমের ভেতর রান্না ঘরে সিলিন্ডার বিস্ফোরণ ও আসবাবপত্রের চাপা পড়ে তাদের মৃত্য হয়েছে বলে তার ধারনা। তার ধারনা কাপ্তাই হ্রদের পাড় ঘেষে অপরিকল্পিকভাবে ভবন নির্মানের কারণে ভবনটি ধ্বসে পড়েছে।
তিনি আরো জানান, নিহতের মধ্যে উন্মে হাবিবার বুধবার বিয়ের মেহেদেী অনুষ্ঠান ছিল। চট্টগ্রামের আটোবিতে কর্মরত হবু স্বামী শরীফের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার হল না। বড়ই মর্মান্তিক!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রিপন দাস নামের এক ব্যক্তি লিখেছেন “মর্মাতন্তিক! অপরিকল্পিত ও নিয়ম না মেনে নির্মিত ভবনগুলো চিহিৃত করার সময় এসেছে। এমন আরো অনেক ঝুকিপূর্ন ভবন আছে রাঙামাটিতে।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিসের রাঙামাটি জেলার সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধিতে মাটি নরম হওয়ায় এ দ্বিতল ভবনটি কাধ হয়ে ধ্বসে পড়ে দুর্ঘটনা ঘটেছে ধারনা করা হচ্ছে। কারণ এ ভবনটি নির্মানের পূর্বে রাঙামাটি পৌর সভা ও ফায়ার সার্ভিস থেকে কোন অনুমোদন নেওয়া হয়নি এবং বিল্ডিং কোড অনুসরণ না করে সম্পূর্ন অপরিকল্পিতিভাবে গড়ে তোলা হয়েছে। তিনি আরো জানান, রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের পাড় ঘেষে এরকম অনেক বগুতল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে হ্রদের পানি বৃদ্ধিতে মাটি নরম হওয়ায় এসব ভবনও ঝুকির মধ্যে রয়েছে। তিনি যেসব ঝুকিপূর্ন ভবন রয়েছে তার তালিকা করার পরামর্শ দেন।
উল্লেখ্য,গেল মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের রিজার্ভ বাজারের সরকারী মহিলা কলেজ সংলগ্ন এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে গড়ে উঠা নঈম উদ্দীন টিটু ঠিকাদারের মালিকাধীন তিন তলা পাকা ভবন হঠাৎ বিকট শব্দে কাপ্তাই পানিতে পানিতে হেলে পড়ে যায়। এতে দ্বিতল ভবনের চার পরিবারের বসবাস ছিল। তবে ভবনের উপর তলা থেকে লোকজন বেরিয়ে আসতে পারলেও নিচ তলার লোকজন বের হতে পারেননি।
পরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের দল ভবনে উদ্ধার অভিযান চালিয়ে ট্রাক চালক জাহিদ হোসেন ও তার মেয়ে পিংকি(১৩), রাঙামাটি সরকারী কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী উম্মে হাবিবা(২২), রফিকুল ইসলামের ছেলে সামিদুল(৭)-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। উদ্ধারকারী দল ধ্বসে পড়া ভবন থেকে জীবিত অবস্থায় ১০জনকে উদ্ধার করে। এর মধ্যে শোফা বেগম নামের এক গৃহ বধূকে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরের দিন সকালের দিকে উদ্ধারকারী দল ধ্বসে পড়া ভবনের ভেতর থেকে রফিকুল ইসলামের ছেলে সাজিদুল(১০) এর মৃত দেহ উদ্ধার করে।
এ ঘটনায় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোয়াজ্জেম হুসাইনকে আহ্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গেল মঙ্গলবার রাতে বাড়ির মালিক নঈম উদ্দীন ঠিকাদারের বিরুদ্ধে রাঙামাটি কতোয়ালী থানায় মামলা দায়ের করেছে। তবে বাড়ির মালিক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.