শনিবার রাতে রাঙামাটি শহরে ভেদভেদী এলাকায় অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে।
জানা যায়, শনিবার সাড়ে ৮টার দিকে শহরের ভেদভেদীস্থ সিএন্ডবি কলোনী এলাকার জনৈক নুর ইসলাম সওদাগরের ঘরের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহা শিখা চারদিকে ছড়িয় পড়লে ৫টি বসত ঘর পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী, আনসার বাহিনীর সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হতে পারে ধারনা। তবে ফায়ার সার্ভিস বলছে ৩ লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হতে পারে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে রাঙামাটির উপসহকারি পরিচালক দিদারুল আলম সত্যতা স্বীকার করে জানান, প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.