মঙ্গলবার খাগড়াছড়িতে সেনাবাহিনী পিক-আপ ভ্যানের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংষর্ঘে তিন সেনা সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মাটিরাঙ্গা বাল্যছড়ি এলাকা পৌছলে সেনাবাহিনীর পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন সেনা সদস্যসহ ১৫ আহত হন। এ সময় পিক-আপ ভ্যানের খাগড়াছড়ি থেকে গুইমারায় যাচ্ছিল।
মাটিরাঙ্গার থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাহাদাৎ হোসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহত তিন সেনা সদস্যকে চট্টগ্রাম সিএমএইচ নিয়ে যাওয়া হয়েছে। আহত ৮ জনকে মাটিরাঙ্গা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.