রাঙামাটির জুরাছড়ি উপজেলায় শনিবার রাতে আগ্নিকান্ডে ৮টি বসতবাড়ী,২টি ৪র্থ শ্রেণীর সরকারী কোয়াটার ও একটি বেসরকারী সোলার কোম্পানীর অফি সম্পুর্ন ভস্মিভূত হয়েছে। এতে মালামালের ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় এক কোটি টাকা হবে বলে ধারনা।
জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পার্শে¦র জৈনক বিউটি কুমার চাকমার বাড়ী থেকে আগুনের সূত্রপাট হয়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ৮টি বসতবাড়ী, ২টি ৪র্থ শ্রেণীর সরকারী কোয়াটার ও একটি বেসরকারী সোলার কোম্পানীর অফিস পুড়ে যায়। উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় লোকজন, পুলিশ বিজিবি ও সেনা সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ক্ষতিগ্রস্থদের উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গতকাল রোববার ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
বেসরকারী সোলার কোম্পানী আইডিএফের শাখা ব্যাস্থাপক ললিত চাকমা জানান, ১ হাজার ১৬টি সৌর সোলার ও আসবাবপত্র মিলে ২০ লক্ষ টাকা প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।
জুরাছড়ি থানা অফিসার্স ইনসাজ মোঃ ইউসুফ সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রান্না ঘরে চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.